ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
জনদুর্ভোগ এড়াতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শুক্রবার

জনদুর্ভোগ এড়াতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর (বৃহস্পতিবার) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। জনদুর্ভোগ এড়াতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বৃহস্পতিবারের পরিবর্তে পরদিন শুক্রবার (১২ নভেম্বর) আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে সংগঠনটি। যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষণমুক্ত্ সমাজ গঠন, সামাজিক ন্যায় বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের মানুষের স্ব-স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মূলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ১১ নভেম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট শহীদ শেখ ফজলুল হক মণি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি বাংলাদেশের দুর্দিন-দুর্বিপাকে, আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবলীগের নেতা-কর্মীদের ভূমিকা ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল স্তরের নেতা-কর্মী এবং দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় বিজ্ঞপ্তিতে। প্রেস বিজ্ঞপ্তিতে যুবলীগের সকল স্তরের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।

এদিকে যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী জানান, বৃহস্পতিবার যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে দিনটি সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় জনদুর্ভোগ এড়াতে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা পরদিন শুক্রবার অর্থাৎ ছুটির দিন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে যুবলীগ।

১১ নভেম্বর, বৃহস্পতিবার: সূর্যোদয় ক্ষণে, যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সকল স্তরের কার্যালয়ে
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

সকাল ৮:৩০ মিনিট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমণ্ডিস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।

সকাল ৯:৩০ মিনিট: বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহিদ শেখ ফজলুল হক মণি’র এবং ১৫ই আগস্টের কালরাতে নিহত সকল শহিদের কবরে পুস্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত।

সকাল ১১:০০ মিনিট: বাংলাদেশ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা, ৩য় ধাপে আশ্রয় কর্মসূচির উদ্বোধন ও ৬নং গ্যালারিতে চিত্র প্রদর্শনী।

সন্ধ্যা ৫:৩০ মিনিট: ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১২ নভেম্বর, শুক্রবার: সকাল ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের “শিখা চিরন্তন” থেকে ধানমণ্ডি-৩২ পর্যন্ত যুবলীগের আনন্দ শোভাযাত্রা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন