ছাত্রলীগের নব-নির্বাচিতদের বঙ্গবন্ধু ও এম আব্দুর রহিমের প্রতিকৃতিতে শ্রদ্ধা
দিনাজপুর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রনেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত, সাবেক এমপি এম আব্দুর রহিম এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটি।
রোববার (২৮ জানুয়ারি) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর চত্বরে বঙ্গবন্ধু ও এম আব্দুর রহিম এর প্রতিকৃতিতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারন সম্পাদক মোঃ সাইফুর রহমান নয়নের নেতৃত্বে নব-নির্বাচিত ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
নব-নির্বাচিত ছাত্রলীগের অন্যান্যরা হলেন সহ-সভাপতি মিল্টন হোসেন, সাব্বির আহমেদ সানি, রাজকুমার রায়, আয়াতুল্লাহ মোঃ সালমান, হুমায়রা আতিয়া বুশরা, আশিকুল ইসলাম, অপূর্ব কৃষ্ণ সরকার ও মোঃ আলী আকবর সুমন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ দীদার রহমান আলিফ, ফারহান ইশরাক ও জুহাইরিয়া ইসলাম অনন্যা, সাংগঠনিক সম্পাদক সাবরিনা স্বর্ণা, ইশরাত জাহান মাহি, আদিবা আশরাফি মাইশা, আব্দুল্লাহ আল আজাদ এবং শিহাব শাহরিয়া প্রিন্স।
এর আগে সকালে নব-নির্বাচিত কমিটি দিনাজপুরে এসে পৌছলে তাদের ফুলেল সংবর্ধনা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারী ২০২৪ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আগামী ১ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ শাখার কমিটি অনুমোদন দেয়।