চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হামলা ও চট্টগ্রাম নিয়ে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
ভারতীয় বাহিনী (বিএসএফ) ও জনগণ মিলে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের উপর হামলা, অসহায় কৃষকদের ফসল কেটে নিয়ে যাওয়া ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে “সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ” এর উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাব সম্মুখে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল অবঃ আমছা আমিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল (অবঃ) ফরিদ আকবর, মেজর অবঃ সরওয়ার মুরশেদ, কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধুরী, মোস্তাক ভাসানী, আবুল কাশেম মজুমদার, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের সমন্বয়ক মো. সাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, আব্দুল আলীম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ‘আগ্রাসন’ চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশি কৃষকদের উপর হামলা করেছে ও কৃষকের ফসল, গাছপালা কেটে নিয়ে যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দিল্লির আগ্রাসন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না, আমরা দিল্লির প্রতিটি অন্যায়ের জবাব দিতে প্রস্তুত রয়েছি। চাঁপাইনবাবগঞ্জে আমাদের যে ভাইয়েরা বিজিবির সঙ্গে মিলে ভারতের আগ্রাসন রুখে দিয়েছে, “সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ” এর পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় দেশের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ ভাবে ভারতীয় উগ্রবাদীদের প্রতিহত করে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার উদাত্ত আহ্বান করছি। এখন থেকে যদি বাংলাদেশ অংশে কোনোরূপ উসকানি দেওয়া হয় বা সীমান্তে কোনো কৃষকের উপর হামলা করা হয়, তাহলে ভারতকে অবশ্যই তার চরম মূল্য দিতে হবে।
বক্তাগণ বলেন, আমরা সীমান্তে শান্তি চাই, কোনো রূপ অশান্তি চাই না। গত কিছুদিন যাবৎ দেখছি, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট, নীলফামারী, কুষ্টিয়া, সাতক্ষীরা, সিলেট, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়িসহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সমূহের নোম্যান্সল্যান্ডে বা ১৫০ গজের মধ্যে এসে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে ভারতীয় বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, এক্ষুনি বাংলাদেশের সকল সীমান্তে ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মান বন্ধ করাতে হবে। নোম্যান্সল্যান্ডে যদি ভারতীয় বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মান করতে চায় বাংলাদেশ সিমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কে তা রুখে দিতে বলছি, প্রয়োজনে অস্ত্র ব্যবহার করার আহবান করছি। আমরা দেশের প্রতিটি মানুষ বিজিবি'র পাশে আছি এবং থাকবো। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যদি কেউ কেড়ে নেওয়ার চক্রান্ত করে, আমরা তা কখনোই সফল হতে দেব না।
এ সময় বক্তাগণ আরও বলেন, ভারতীয় মিডিয়ার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চল নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রের বীজবপন করা হচ্ছে, ছড়ানো হচ্ছে প্রতিহিংসা। ভারতীয়রা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে এবং ঐ অঞ্চলে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে একটি প্রক্সি যুদ্ধ লাগানোর অপচেষ্টা চালাচ্ছে। যা গত ১৭ জানুয়ারি মনিপুর পুলিশের হাতে আটককৃত পার্বত্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউপিডিএফ এর অস্ত্রের চালান থেকে দৃশ্যমান হয়। পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের সাথে আরাকান আর্মির সুসম্পর্ক থাকায় আরাকান আর্মির মাধ্যমেও বাংলাদেশের সাথে প্রক্সি যুদ্ধ করানোর ষড়যন্ত্র করছে ভারত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে আহবান করছি। পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের নির্মূলে একটি সামরিক কমিশন গঠন ও বিশেষ অভিযান পরিচালনা করার আহবান জানাচ্ছি।
সমাবেশে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তাগণ বলেন, আজ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর চোখে চোখ রেখে কথা বলছে। ভারতীয় বাহিনী যেকোনো সময় বাংলাদেশ অংশে হামলা চালাতে পারে বলে আশংকা করছি তাই হামলা প্রতিউত্তরে পাল্টা জবাব দেওয়া জন্য প্রয়োজনীয় সকল প্রকারের রসদ ও গোলাবারুদ সরবরাহ করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি এবং অনতিবিলম্বে বিজিবির সদস্য সংখ্যা কমপক্ষে ১ লাখ ৫০ হাজারে উত্তীর্ন করে সর্বনিন্ম ১২০টি ব্যাটালিয়ন সম্প্রসারণ করে ২৪ ঘন্টা সীমান্ত পাহারা নিশ্চিত করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।