ডার্ক মোড
Tuesday, 07 May 2024
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে তিন সাংবাদিক পেলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান

চাঁপাইনবাবগঞ্জে তিন সাংবাদিক পেলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদান পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের তিন সিনিয়র সাংবাদিক। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) এস.এ.এম. ফজল-ই-খুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।

অনুদানপ্রাপ্ত তিন সাংবাদিক হলেন-দৈনিক ইনকিলাবের মাহবুবুল আলম, দৈনিক আমার সংবাদের আজিজুর রহমান শিশির ও মাছরাঙা টেলিভিশনের ডাবলু কুমার ঘোষ। তিন সাংবাদিককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার চেক প্রদান করা হয়।

চেক বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব শ্রেণির মানুষের কল্যাণে কাজ করছেন। সমাজের অনগ্রসর মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসতে যেমন কাজ করছেন তেমনই অন্য শ্রেণি-পেশার মানুষের কল্যাণেও অবদান রাখছেন। প্রতিটি ক্ষেত্রে তিনি তার মানবতার হাত প্রসারিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রতি খুবই আন্তরিক উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণস্বরূপ। দেশ গঠনে তারা অবদান রাখেন। বর্তমান সরকার সাংবাদিকদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেন। এই ট্রাস্টের মাধ্যমে অসুস্থ সাংবাদিকরা যে সহায়তা পেলেন তা অবশ্যই প্রসংশনীয় ও ধন্যবাদযোগ্য।

এর আগে, জেলা প্রশাসনের আয়োজনে ২১শে আগস্টের ইতিহাসের এই বর্বরোচিত গ্রেনেড হামলায় নির্মমভাবে শহীদ আওয়ামী লীগের নেতাকর্মীদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলায় সকল সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সেখানে তারা তাদের স্ব স্ব দপ্তরের কার্যাবলি ও চলমান কর্মকান্ড উপস্থাপন করেন এবং সামগ্রিক বিষয়ের উপর জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনা গ্রহণ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন