ডার্ক মোড
Friday, 15 November 2024
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এর বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এর বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম-কে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠনের আয়োজন করেন জেলা বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. হায়দার আলী খন্দকার।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তহমিনা খাতুনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ নির্মলেন্দু দাশ, যুগ্ন জেলা জজ গোপাল চন্দ্র রায়, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, সহকারী জজ মো. ইমামুল হাসান, সহকারী জজ স্বপন হোসাইন, কোর্ট পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ, সিজেএম কোর্টের এ.ও বাদেশ আলী, আদালতের সেরেস্তাদার আহসান আলী ও নাজির ওবায়দুর প্রমুখ।

বক্তারা বিদায়ী অতিথির উদ্দেশ্যে শুভকামনা ব্যক্ত করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। এসময় আদালতের বিচারক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বিদায়ী বিচারককে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন জেলা জজ কোর্টের জারীকারক আখের আলী এবং গীতা পাঠ করেন সিজেএম কোর্টের তুলনাকারক রঞ্জন কুমার ঘোষ।

বিদায়ী বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে যোগদান করেন ২০২০ সালের মে মাসের ২২ তারিখে।

তাঁর পরবর্তী কর্মস্থল নারায়ণগঞ্জ জেলায়। সেখানে তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন