ডার্ক মোড
Saturday, 21 September 2024
ePaper   
Logo
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী-

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী- "সিএমসি ডে” উদযাপন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মেডিকেল কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার অংশগ্রহনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে শুরু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী- "সিএমসি ডে” উপলক্ষে আয়োজিত মিলনমেলা

শুক্রবার সকাল ১০টায় "সিমএসি ডে” উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ডা. অজয় দেব এর উদ্বোধনী বক্তব্যের পর অনুষ্ঠিত র‍্যালীতে হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, বিশিষ্টমুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ- উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহীনুল আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, বিজিসি ট্রাষ্ট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস এম তারেক সহ বরেন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা র‍্যালীতে অংশগ্রহন করেন।

৬৭তম "সিএমসি ডে” উপলক্ষ্যে আয়োজিত এই মিলনমেলা চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে বর্নাঢ্য সাজে সজ্জিত হয়েছে। দীর্ঘদিন পর দেখা হওয়া সহপাঠীদের সঙ্গে বিভিন্ন প্রজন্ম (ব্যাচ) এর শিক্ষার্থীদের ছোট ছোট গ্রুপে ফটোগ্রাফী, আড্ডা, হাসি-ঠাট্টা ও স্মৃতিচারন সহ আনন্দগন সময় কাটাতে লক্ষ করা যায়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন