ডার্ক মোড
Sunday, 15 December 2024
ePaper   
Logo
চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। আর নতুন করে ২১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, রোববার করোনায় মারা গিয়েছিলেন ৮ জন, শনাক্ত হয়েছিলেন ২৯৮ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করে ২১৯ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১১৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ।

উপজেলার মধ্যে- লোহাগড়া ১, সাতকানিয়ায় ৩, বাঁশখালী ৩, আনোয়ারায় ২, চন্দনাইশে ২, পটিয়ায় ৯, বোয়ালখালীতে ২১ , রাঙ্গুনিয়া ১, রাউজানে ৩০, ফটিকছড়িতে ৮, হাটহাজারীতে ৮, সীতাকুণ্ডে ৬ ও মিরসরাইয়ে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৩৫২ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭১ হাজার ১২৩ জন। বাকি ২৬ হাজার ২২৯ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৩ জন নগরের বাসিন্দা, বাকি ২ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৭০ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫১৩ জন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন