ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
ঘুষ-দুর্নীতির মামলায় জামিন নিলেন নিউইয়র্ক সিটি মেয়র

ঘুষ-দুর্নীতির মামলায় জামিন নিলেন নিউইয়র্ক সিটি মেয়র

যুক্তরাষ্ট্র ব্যুুরো

নির্বাচনী তহবিলে বিদেশীদের অর্থ গ্রহণ এবং ঘুষ-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় অভিযুক্ত নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস ২৭ সেপ্টেম্বর শুক্রবার ম্যানহাটান ফেডারেল কোর্টে হাজির হয়ে জামিন নিয়েছেন।

এ সময় মেয়র মাননীয় আদালতের সামনে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে বুধবার তাকে আদালতে হাজির হতে বলে ফেডারেল ম্যাজিস্ট্রেট-জজ ক্যাথারিন পারকার মেয়রকে জানিয়ে দিয়েছেন। একইসাথে এই মামলার সাক্ষীদের আশে-পাশে না যাবার নির্দেশও দেয়া হয়েছে। উল্লেখ্য, এই সিটির ৩৬০ বছরের ইতিহাসে এই প্রথম দায়িত্ব পালনরত অবস্থায় কোন মেয়রকে গুরুতর অপরাধের মামলায় অভিযুক্ত করা হলো।

সহকারি ইউএস এ্যাটর্নী সেলিয়া কহেন বলেন, তবে ব্যক্তিগত প্রয়োজনে মেয়র সকলের সাথে কথা বলতে পারবেন। অপরদিকে, মেয়রের আইনজীবী এলেক্স স্পাইরো বলেছেন যে, বুধবার আদালতে হাজির হয়ে মামলাটি খারিজের আবেদন জানানো হবে। মাননীয় জজ মেয়রের উদ্দেশ্যে উল্লেখ করেছেন যে, মামলার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি কিংবা নির্দ্ধারিত তারিখে উপস্থিত না হলে মেয়রের জামিন বাতিল করা হবে।

সরকারী আইনজীবীরা জানান যে, উত্থাপিত ৫টি অপরাধেই দোষী সাব্যস্ত হলে মেয়রকে সর্বোচ্চ ৪৫ বছরের জেলা দেয়া হতে পারে।

এদিকে, গুরুতর অপরাধের মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্ত মেয়রকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো করটেজ-সহ অনেকে। স্টেট গভর্ণর ক্যাথি হোকুল বলেছেন, স্বেচ্ছায় পদত্যাগ না করলে মেয়রকে অপসারণে বাধ্য হবেন তিনি। সে ক্ষেত্রে বিশেষ নির্বাচন না হওয়া পর্যন্ত সিটির পাবলিক এডভোকেট-কে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হবে। 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন