গ্রী এসি এখন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড
নিজস্ব প্রতিনিধি
গ্রী এসির ধারাবাহিক পারফরম্যান্স, ভোক্তাদের আস্থা, বিশ্বাস এবং উত্তরোত্তর সাফল্যের জন্য ২০২২ সালে বিশ্বের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে। ২০০৫ থেকে ১৮তম বারের মত গ্রী এই স্বীকৃতি অর্জন করল।
সম্প্রতি ইউরো মনিটর ইন্টারন্যাশনাল ২০২২ সালের জন্য গ্রী এসিকে বিশ্ব সেরা ব্র্যান্ডের মর্যাদা দেয়। বিশ্বব্যাপী বাজারজাতকৃত এয়ারকন্ডিশনার পণ্যের ব্যবসায়িক বুদ্ধিমত্তা, বাজার বিশ্লেষণ, রিটেইল সেলস ভলিউম এবং ভোক্তাদের অর্ন্তদৃষ্ঠি এ চারটি ভিত্তি সূচক মূল্যায়নে গ্রী এই স্বীকৃতি অর্জন করে।
গ্রী বিশ্বব্যাপী রেসিডিনসিয়াল, কর্মাশিয়াল এবং মাল্টি ভিআরএফ এয়ারকন্ডিশনিং সিস্টেম তৈরি ও বাজারজাতকরণ করছে। বর্তমানে বিশ্বব্যাপী গ্রীর সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং সিস্টেম স্বল্প পরিসরে সহনীয় ব্যয়ের মাধ্যমে সর্বাধিক স্পেস এয়ারকন্ডিশনিং করা যায়। যার ফলে এর ব্যবহার এখন সর্বত্র। গ্রী’র মাল্টি ভিআরএফ সিস্টেম বিশ্বের অধিকাংশ বৃহৎ কর্পোরেট অফিস, বহুতল ভবন এবং শিল্প প্রকল্পে ব্যবহার করা হচ্ছে। গ্রীর আবিষ্কৃত আধুনিক ম্যাগনেটিক চিলার প্রযুক্তি ইন্ডাস্ট্রিয়াল প্রকল্পের এয়ারকন্ডিশনিং কার্যক্রমকে করছে সহজলভ্য এবং ব্যাপক পরিবেশ বান্ধব।
ইলেক্ট্রো মার্ট গ্রুপ ২৫ বছরেরও অধিক সময় ব্যাপী বাংলাদেশের বাজারে গ্রী এসি বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সাথে সরবরাহ ও বাজারজাত করছে। বিগত ১৫ বছর যাবৎ গ্রী এসি বাংলাদেশের বাজারে নাম্বার ওয়ান স্থান দখল করে আছে। গ্রী এসির বর্তমান মার্কেট শেয়ার প্রায় ৬০ শতাংশ। গ্রী এসি বর্তমানে দেশেই উৎপাদন, সরবরাহ এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করেছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ। বর্তমানে দেশে প্রায় একশর ও অধিক সিরিজের গ্রী ব্র্যান্ড এসি সকল সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার, রিটেইল শো-রুম এবং পার্টনার শো-রুম সহ সর্বত্র পাওয়া যাচ্ছে।
গ্রী এসি বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি, বিল্ড ইন ইনভার্টার টেকনোলজি এবং পরিবেশ বান্ধব। গ্রী এসিতে আছে বায়োলজিক্যাল ফিল্টার, ক্যাচেইন ফিল্টার, সিলভার আয়রন ফ্লিটার এবং ক্লোজসমা এয়ার পিউরিফিকেশন টেকনোলজি যা ঘরের বাতাস সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে সক্ষম। গ্রী এসির আই ফিল টেকনোলজি ঘর ও শরীরের তাপমাত্রা সমন্বয় করতে সক্ষম। গ্রী এসি’র আইডিয়াল টেমপারেচার এ্যাডজাস্টমেন্ট প্রযুক্তি ঘরের তাপমাত্রাকে পরিবেশের সাথে অটো সমন্বয় করে। যার ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়।
এছাড়া বিশ্বের প্রথম বুষ্ট ইনভার্টার কমপ্রেসার থাকায় গ্রী এসি সর্বাধিক মাত্রায় ৭০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। গ্রী এসি ন্যানো টেকনোলজি কমপ্রেসার প্রযুক্তি সমৃদ্ধ। টি-৩ ওয়াকিং কন্ডিশনে এয়ার ফ্লো সর্বনিম্ন ৮ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে যা আপনাকে দিবে চূড়ান্ত শীতলতা ও আরামদায়ক অবস্থান। মাত্র ১ মিনিটে গ্রী এসি ভিতরে ২৭ডিগ্রি এবং বাইরে ৩৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে।
এছাড়া গ্রী এসি বাইরের পরিবেশের ৬৮ ডিগ্রি তাপমাত্রায় ও চলতে সক্ষম। ডাবল এয়ার লোউভার প্রযুক্তি ১৩ মিটার দূরুত্বে ঘরের প্রতিটি কোণের পরিবেশ শীতল করে দেয়। এছাড়া গ্রী এসিতে আর ও আছে সুইং ফাংশন সমৃদ্ধ “থ্রি-ডি এয়ার ফ্লো” প্রযুক্তি যা ঘরের চারিদিকে বাতাস প্রবাহ করে। সর্বনিম্ন ৩৩ফই কম শব্দে চলতে সক্ষম গ্রী এসি ঘরের পরিবেশ শান্ত থাকে। গ্রী এসি সাত ধাপে বাতাস প্রবাহ করে এবং চার ধাপে স্বয়ংক্রিয়ভাবে বাতাস ক্লিন এবং প্রবাহ করতে সক্ষম। গোল্ড ফিন ও এন্টি কোরেশন সমৃদ্ধ কনডেনসার ও ইভাপোরেটরে সহজে মরিচা পড়ে না। ফলে কার্যক্ষমতা দীর্ঘদিন বজায় থাকে।