গ্রীণ টিভিতে চলমান অস্থিরতা বিএফইউজের উদ্বেগ প্রকাশ
নিজস্ব প্রতিনিধি
বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, সম্প্রতি গ্রীণ টিভিতে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের বিভিন্ন কক্ষে তালা মেরে দেয়া ও তাদেরকে অফিসে ঢুকতে না দেয়ার ঘটনা ঘটেছে। একই সাথে টেলিভিশনটির সম্প্রচার নিয়ে নানা আলোচনা চলছে। মালিকানার বিরোধে সাংবাদিক ও কর্মচারীরা নানা অনিশ্চয়তার ভেতর দিয়ে দিনযাপন করছেন।
পেশাদারিত্বের অভাবের কারণে অনেকের দালালির ভূমিকায় অবতীর্ণ হওয়ার অভিযোগ উঠেছে। গ্রীণ টিভিতে ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার দাবি জানাচ্ছি।
চলমান অস্থিরতা দূর করে টেলিভিশনটির স্বাভাবিক সম্প্রচার কার্যক্রম অব্যাহত রেখে সাংবাদিক ও কর্মচারীদের শ্রম আইন অনুযায়ী কাজ করার পথ তৈরি করতে মালিকপক্ষের প্রতি দাবি জানাচ্ছি। অন্যথায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।