ডার্ক মোড
Thursday, 06 February 2025
ePaper   
Logo
গোয়াইনঘাটে অনাবাদি জমিতে ভুট্টার বাম্পার ফলন

গোয়াইনঘাটে অনাবাদি জমিতে ভুট্টার বাম্পার ফলন

মো.দুলাল হোসেন রাজু, জৈন্তাপুর (সিলেট)

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাওড় অঞ্চলের অনাবাদি জমিতে ভুট্রা চাষ করে স্বাবলম্বী হয়েছেন স্থানীয় কৃষকরা।আবহাওয়া অনুকুলে থাকায় ভুট্রার বাম্পার ফলনও হয়েছে।

দীর্ঘ দিন থেকে পতিত পড়ে থাকা জমিতে ভুট্রার চাষ করে আশানোরূপ ফলন পেয়েছে উপজেলার বাউরভাগ রাধানগর সংলগ্ন এলাকার কৃষক আব্দুল সাত্তার জানান, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসের পরামর্শ ছাড়াই তিনি চলিত মৌসুমে অনাবাদি জমিতে ভুট্রার চাষ কওে লাভের মুখ দেখছেন। প্রথম বছরেই যে তিনি এতো সফলতা পাবেন-তা কখনো ভাবেননি,তিনি জানান,প্রতি বিঘা জমিতে ভুট্রা চাষ করতে তার ১২ হাজার টাকা খরছ হয়েছে,সম্পুর্ন খরছ বাদে প্রতি বিঘা জমিতে প্রায় ২৫ হাজার টাকা লাভ হবে।তার দাবি কৃষি অফিস থেকে সার-বীজ সহ অন্যান্য সহযোগিতা পেলে আরো ভাল ফলন ফলাতে পারতেন। কৃষক আব্দুল কাদির বলেন,উপজেলা কৃষি অফিসের কোন প্রকার সহয়তা ছাড়াই ভুট্রা চাষ করে লাভের আশা করছি। আমার প্রতি বিঘা জমিতে কম হলেও ৩০/৪০ মন ভুট্রা পাব। প্রতি মণ ভুট্রা বিক্রি হয় ১হাজার থেকে ১৫’শ টাকায়। এতে আমার খরচ বাদ দিয়ে প্রায় ২৫/৩০ হাজার টাকা লাভ হবে।

তিনি আরোও জানান, ধানের চেয়ে ভুট্রা চাষে খরছ কম হয়,ভুট্রা চাষে সেচও তেমন লাগেনা ধানের চেয়ে অনেক বেশী লাভ।এজন্য রবি মৌসুমে আমাদের এলাকার আরও অনেক কৃষক ভুট্রা চাষ করেছেন। আরও কম সময়ে ফলন ভাল পাওয়া যাবে-এরকম হাইব্রিড জাতের বীজ যদি কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে বিতারণ করা হয়, তাহলে আমরা কৃষকরা আরও বেশী লাভবান হতে পারতাম। এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা,রায়হান পারভেজ রনি বলেন,আমরা রবি মৌসুমে ভুট্রা চাষের জন্য ৪০ জন কৃষকে প্রশিক্ষণ সহ প্রনোদনা দিয়েছি।

ভুট্রা চাষে সকল কৃষকদের আমার হাতে কলমে প্রশিক্ষণের আওতায় আনার চেষ্টা করছি।এই উপজেলায়,৭৬ হেক্টর জমিতে ভুট্রা চাষের লক্ষমাত্রা ছিল। উপজেলার মধ্য জাফলং পূর্ব জাফলং,পশ্চিম জাফলং,রুস্তমপুর,বিছনাকান্দীসহ বিভিন্ন স্থানে লক্ষমাত্রা ছাড়িয়ে৭৮হেক্টর জমিতি ভুট্রার আবাদ হয়েছে। ফলনও ভাল হয়েছে,আশা করছি প্রতি বিঘা জমি থেকে ৪০/৪২ মণ ভুট্রা ঘরে তুলতে পারবে স্থানীয় কৃষকরা।এই উপজেলার কৃষকদের উন্নয়নে কৃষি ক্ষেত্রে কৃষকদের ভাগ্য পরির্বনে আমরা মাঠ পর্যায়ে গিয়ে তাদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন