
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ নিহ ৩
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার রাতে ঢাকা- রংপুর মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক তারাজুল মিয়া (৩৮), পিকআপ চালক আশরাফুল ইসলাম (৩৫) ও হেলপার আনোয়ার হোসেন মিলু (৪৭) নামের ৩ জন নিহত হয়েছেন।
তারাজুল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে, আশরাফুল ইসলাম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ছোট কাটামারী গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং আনোয়ার হোসেন মিলু একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় সবজি বহনকারী পিকআপের হেলপার আনোয়ার হোসেন মিলু ঘটনাস্থলেই নিহত ও চালক আশরাফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে, রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার পার্শ্বে ১৮ মাইল নামক স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক তারাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়।
গোবিন্দগঞ্জ হাইয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনাকবলিত সবজিবাহি পিকআপটি আটক করা হয়েছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।