ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
গোবিন্দগঞ্জে মাদকাসক্ত এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

গোবিন্দগঞ্জে মাদকাসক্ত এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খোকন মিয়া (৩৫) নামের এক মাদকাসক্ত ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। শনিবার দুপুরে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট নয়াপাড়া থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। খোকন মিয়া রাজাবিরাট নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, খোকন একজন মাদকাসক্ত ব্যক্তি। মাদকের টাকা যোগার করতে মাঝে মধ্যেই সে প্রতিবেশীসহ এলাকায় চুরি করত। শুক্রবার রাতে রাজাবিরাট সাঁওতাল পাড়ায় চুরি করতে গিয়ে ধরা পরলে স্থানীয় লোকজনের পিটুনিতে খোকন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় বাড়ীতে আসার পর তার মৃত্যু হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন