ডার্ক মোড
Wednesday, 16 July 2025
ePaper   
Logo
গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ লেবার পার্টির

গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ লেবার পার্টির

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সন্ত্রাসীরা যেভাবে হামলা চালিয়ে রক্তাক্ত করেছে, যা জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর নগ্ন আক্রমণ মন্তব্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।

(১৬ জুলাই) বুধবার লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান সাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই— আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার স্বৈরশাসনের পতন হয়েছে। গনহত্যায় জড়িত হাসিনা রেজিম ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছে। দেশের জনগণ আর কখনো সেই ফ্যাসিবাদী দুঃশাসনকে ফিরে আসতে দেবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, গোপালগঞ্জের হামলায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।

নেতৃদ্বয় বলেন, আমরা লেবার পার্টি দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তিকে বলবো, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্ভেদ্য জাতীয় ঐক্য গড়ে তুলুন। ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই-সংগ্রাম জোরদার করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জাতীয় ঐকমত্যের কোনো বিকল্প নেই।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন