ডার্ক মোড
Thursday, 27 March 2025
ePaper   
Logo
গোপালগ‌ঞ্জে নদী রক্ষায় স‌রেজ‌মিনে

গোপালগ‌ঞ্জে নদী রক্ষায় স‌রেজ‌মিনে "বিলরুট ক্যানেল" প‌রিদর্শন

গোলাম রব্বানী, গোপালগঞ্জ

গোপালগঞ্জে নদী রক্ষার লক্ষ্যে সরেজমিনে "বিলরুট ক্যানেল" পরিদর্শন কর্মসূচি পালন করা হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা নদী রক্ষা কমিটির যৌথ আয়োজনে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ইঞ্জিন চালিত নৌকাযোগে মধুমতী বিলরুট চ্যা‌নেল পরিদর্শন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফীন, গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ সহ জেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, সরকারের নি‌র্দেশনা অনুযায়ী জেলার অন্ততঃ এক‌টি নদী বা খাল‌কে দুষণমুক্ত ও দখলমুক্ত রাখ‌তে হ‌বে। সে অনুযায়ী আমরা আজ‌কে "বিলরুট ক্যানেল" সরেজমিনে প‌রিদর্শ‌নে এ‌সে‌ছি। যেসব এলাকায় নদীর জায়গা দখল করা হ‌য়ে‌ছে আমরা তা আগামী ১০ ফেব্রুয়ারি থে‌কে দখলমুক্ত করার কাজ শুরু কর‌বো।

প্রসঙ্গত, সদর উপ‌জেলার মা‌নিকদাহ থে‌কে মুকসুদপু‌রের টে‌কেরহাট পর্যন্ত মোট ৩৬৮টি অ‌বৈধ স্থাপনা চি‌হ্নিত করা হ‌য়ে‌ছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এ সকল অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন