ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
গীতিকবি সংঘ বাংলাদেশের সাধারণ সভায় ওয়েবসাইট উদ্বোধন

গীতিকবি সংঘ বাংলাদেশের সাধারণ সভায় ওয়েবসাইট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

গীতিকবি সংঘ বাংলাদেশের সাধারণ সভায় ওয়েবসাইট উদ্বোধন করা হলো গত ২১ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত অ্যাট দ্য টেবিল এ। সংঘের সদস্যদের নিয়ে আয়োজিত এই সাধারণ সভা ও ইফতার শেষে আনুষ্ঠানিক ভাবে গীতিকবি সংঘ বাংলাদেশের ওয়েবসাইট https://lyricistsassociationbd.com/ -এর শুভ উদ্বোধন করা হয়। সকল সদস্যের সংক্ষিপ্ত প্রোফাইল সহ ওয়েবসাইটটিতে সংগঠনের অনেক প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংযোজন করা হয়েছে।

এর আগে গীতিকবি সংঘ বাংলাদেশের সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন জয় শাহরিয়ার। এছাড়া অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন এনামুল কবির সুজন। গীতিকবি সংঘ বাংলাদেশের সভাপতি আসিফ ইকবাল সংগঠনের নতুন সদস্যদেরকে আনুষ্ঠানিক ভাবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গীতিকবি সংঘ বাংলাদেশের সহ-সভাপতি কে. এম. মোস্তাফিজুর রহমান (বাপ্পী খান), যুগ্ম সাধারণ সম্পাদক বাকীউল আলম, সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তুষার হাসান, লিটন অধিকারী রিন্টু, গোলাম মোর্শেদ, ইথুন বাবু, শফিক তুহিন, প্রবীর সর্দার, গুঞ্জন রহমান, লুৎফর হাসান, সাকী আহমদ, হোসনে আরা জলি, অধরা জাহান, লোপা হোসেইন প্রমুখ।

প্রসঙ্গত, ২০২০ সালে গীতিকবিদের সংগঠন হিসেবে গীতিকবি সংঘ বাংলাদেশের যাত্রা শুরু হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন