গাজীপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা
হেলেনা বেগম (গাজীপুর সিটি) প্রতিনিধি
গাজীপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ডিসেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের আয়োজনে শহরের হাড়িনাল হাই স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে স্কুলের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেনের সভাপতিত্বে মূখ্য আলোচক হিমেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন, গাজীপুর জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ ও পরিদর্শক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে মূখ্য আলোচক মো. ইমদাদুল ইসলাম মিঠুন বলেন, ‘মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, অভিভাবকদের মাদকের বিষয়ে সচেতন থাকতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, বিতর্ক, র্যালি, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
মনে রাখতে হবে শিশু-কিশোরেরা শিক্ষকদের কাছ থেকেই জীবনের শুরুর শিক্ষা পায়। তাই পাঠদানের পাশাপাশি মাদকের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা প্রতিটি শিক্ষকের দায়িত্বের মধ্যেপড়ে।
বক্তব্যে জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেন, আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীরাই মুল হাতিয়ার। দেশের চলমান পরিস্থিতিতে মাদক নামক জিনিসটা সর্বত্রে ছড়িয়ে পড়ছে। এ ভয়াবহ মাদকের নেশায় উঠতি বয়সের স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও তরুণ সমাজ দিনদিন অপকর্মে জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে প্রতিটি মা বাবা, শিক্ষকদের তাদের ছেলে-মেয়ে ও সন্তানদের চলাফেরা, আচরণ কর্মকাণ্ডের প্রতি খেয়াল রাখতে হবে।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সম্বলিত স্কেল, কলম ও খাতা বিতরণ করা হয়।