ডার্ক মোড
Tuesday, 13 May 2025
ePaper   
Logo
ক্রেতা সেজে ইয়াবা কারবারি ধরল পুলিশ

ক্রেতা সেজে ইয়াবা কারবারি ধরল পুলিশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশ ক্রেতা সেজে এক ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত জসিম উদ্দিন (৪৫) সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে আটককৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়,গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে মুঠোফোনে ক্রেতা সেজে ইয়াবা কারবারি জসিমকে ফোন দেয় পুলিশ। এরপর সে মাদক বিক্রি করতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলা এলে তাকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিয়ে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন