ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
কোটা সংস্কার আন্দোলনে সরকারের উচিত দাবীটি যৌক্তিক কি না, আলোচনা করা : চরমোনাই পীর

কোটা সংস্কার আন্দোলনে সরকারের উচিত দাবীটি যৌক্তিক কি না, আলোচনা করা : চরমোনাই পীর

নাটোর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চেয়ারম্যান ও চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেছেন, দেশে কোটা সংস্কারের একট আন্দেলন করছে ছাত্ররা। তারা নায্য দাবী নিয়ে রাজপথে আওয়াজ তুলছে। কিন্ত সরকারের প্রধানমন্ত্রী, নেতা-মন্ত্রীরা সম্পূর্ণ প্রতিহিংসার মাধ্যমে দেশে ভাইয়ে-ভাইয়ে যুদ্ধ করার পরিস্থিতি তৈরি করেছে। সরকারের উচিত দাবীটি যৌক্তিক কি না, তা নিয়ে বসা ও আলোচনা করা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে নাটোরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে জেলা যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন পীরে চরমোনাই রেজাউল করিম।

চরমোনাই পীর কোটা আন্দোলন প্রসঙ্গে আরো বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আ.লীগ। আজকে ছাত্রলীগের হাতে যেন আইনের কেতাব, তারা আইন হাতে তুলে নিচ্ছে।তাহলে প্রশাসন আর কি করবে।মুক্তিযুদ্ধের চেতনার কথা ব্যবহার করে সরকার এতো বড় অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে।

মুফতি করিম বলেন, আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলি না।কারন তিনি নানা অপকৌশলের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন।তিনি ভারতের সাথে যে ১০টি চুক্তি করেছেন তাতে বাংলাদেশের কোন স্বার্থরক্ষা হয় নাই, হয়েছে ভারতের স্বার্থরক্ষা।তাই তাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলি না।ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র।তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে এটাই স্বাভাবিক।কিন্ত স্বাধীনতার ৫৩ বছরে ভারত শুধু আমাদের শোষণ করেই গেছে।

এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিনহাজুল ইসলামসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন