
কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদকের আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র সংগ্রহ
জয়পুরহাট প্রতিনিধি
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের আসন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
মঙ্গলবার (২৮ নভেম্বর) তার পক্ষে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও রেজোয়ান চৌধুরী এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গোলাম মাহফুজ চৌধুরী অবসর, প্রয়াত আওয়ামী লীগ নেতা, ১৯৭৯ সালে আওয়ামী মনোনিত নৌকার প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও রুকিন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল চৌধুরীর ছেলে। তিনি জয়পুরহাট-২ থেকে নৌকার মাঝি হতে চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এই আসনে এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জয়পুরহাট-২ আসনের সতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে, তাদের হারানো সম্মান ফিরিয়ে দিতে এবং দলের নির্যাতিত নেতাকর্মী যারা অবমূল্যায়িত হয়েছে তাদের মূল্যায়ন করার লক্ষেই আমি সতন্ত্র প্রার্থী হয়েছি। এ আসনের জনগন নিজ এলাকার মানুষকে এমপি হিসেবে দেখতে চায়, কোন অতিথিকে নয়।
আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু বলেন, এই আসনে গোলাম মাহফুজ চৌধুরী অবসর একজন জনপ্রিয় নেতা। নির্যাতিত নেতাকর্মী ও সাধারণ জনগণের আস্থাভাজন নেতা। তার হাজার হাজার কর্মীসমর্থক আছেন। সবাই চান এবারের নির্বাচনে তিনি অংশ নিক। সকলের প্রতি সম্মান জানিয়ে তিনি এবার প্রার্থী হয়েছেন।
গোলাম মাহফুজ চৌধুরী অবসরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকারী জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, এ আসনের জনপ্রিয় নেতা অবসর ভাইয়ের সম্মতিতেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।