ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
কুলাউড়ায় পর্যাপ্ত ত্রাণ রয়েছে, কেউ বঞ্চিত হবেন না: এমপি নাদেল

কুলাউড়ায় পর্যাপ্ত ত্রাণ রয়েছে, কেউ বঞ্চিত হবেন না: এমপি নাদেল

মৌলভীবাজার প্রতিনিধি

কুলাউড়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৩টি ইউনিয়ন এলাকার দেড়শতাধিক মানুষের মাঝে ত্রাণসহ শুকনো খাবারও বিতরণ করেন তিনি।

এ সময় বন্যার্তদের উদ্দেশ্যে নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এখানকার দুর্গত মানুষদের আমি খোঁজ নিতে এসেছি। প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ আপনাদের মাঝে বিতরণ করতে এসেছি। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে। কেউ ত্রাণ থেকে বঞ্চিত হবেন না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জানা গেছে, গত ১৭ জুন ভোররাত থেকে শুরু হওয়া টানা চারদিনের ভারি বর্ষণে উপজেলার ১ পৌরসভাসহ ৮টি ইউনিয়ন প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছেন। অনেকে বর্তমানে আশ্রয়কেন্দ্রে রয়েছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়চণ্ডী, ভূকশিমইল ও বরমচাল ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেড়শতাধিক মানুষের মাঝে ত্রাণ ও শুকনো খাবার পৌঁছে দেন এমপি নাদেল। এ সময় উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ, থানার ওসি মো: আলী মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট, কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিকসহ স্ব-স্ব ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে পানিবন্দি মানুষদের খোঁজখবর নিতে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ রান্না করা খাবার বিতরণ করেন পৌরসভার তিনটি আশ্রয়কেন্দ্রে। কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির তাদের ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে শুকনো ও রান্না করা খাবার বিতরন করেন। এছাড়া কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই পৌরসভার বিভিন্ন আশ্রয়কেন্দ্র শুকনো খাবার বিতরণ করতে দেখা গেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন