ডার্ক মোড
Monday, 27 January 2025
ePaper   
Logo
কালকিনিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনা উদ্বোধন

কালকিনিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনা উদ্বোধন

কাল‌কি‌নি-ডাসার প্র‌তি‌নি‌ধি

মাদারীপুরের কালকিনি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ২০২০-২১ অর্থ বছরের "মাদারীপুর-শরীয়তপুর-রাজবাড়ী জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প" এর আওতায় পূর্ব এনায়েতনগর ইউপি (খালেকের হাট) হতে আলীপুর বাজার ভায়া রায়পুর সড়ক রায়পুর মহাজন বাড়ি থেকে আলীপুর আমির সরদারের বাজার ভায়া আরব আলী হাওলাদারের বাড়ীর সড়কের ২২০০ মি. ও ২৮৮০ মি. আরসিসি বক্স কালভার্ট এবং ১৫০০-২৯০০ মি. সড়কের (৩ টি প্রকল্প) ভিত্তিপ্রস্তর স্থাপনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহসভাপতি আওলাদ হোসেন মাষ্টার, পৌরসভার মেয়র এস এম হানিফ সরদার, উপজেলা আ.লীগের যুগ্নসাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, রমজানপুর ইউপি চেয়ারম্যান বিএম ইব্রাহিম মিল্টন, পুর্বএনায়েতনগর ইউপি চেয়ারম্যান রেহানা নেয়ামুল আকন ও আ.লীগ নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন