
কার্গো ভেসেল অ্যাসোসিয়েশন সভাপতি সাঈদ আহমেদ, সাঃ সম্পাদক প্রকৌশলী মেহবুব কবির
নিজস্ব প্রতিবেদক
অভ্যন্তরীন মালবাহী নৌযান মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটিতে সাঈদ আহমেদ সভাপতি ও প্রকৌশলী মেহবুব কবির সাধারন-সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার রাজধানীর কাকরাইলের কার্যালয়ে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে তাদেরকে এই দুই পদে নির্বাচিত করেন কমিটির সদস্যরা।এছাড়া সংগঠনের অন্যান্য পদে কোন পরিবর্তন আসে নি। এইদিনই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ রয়েছে যে,চলমান অচলাবস্থা নিরসন করতে সংগঠনের সভাপতি মো.ইকবাল হোসেন কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভা আহবান করা হয়। সভায় কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্যের মধ্যে ২০ সদস্যের উপস্থিতিতে আলোচনা শেষে সংগঠনের সভাপতি মো.ইকবাল হোসেন সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।এ সময়ে সংগঠনের সাধারন-সম্পাদক নুরুল হক বেপারী সভায় অংশগ্রহন করেন নাই।ফলে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা নুরুল হক বেপারীর প্রতি অনাস্থা আনলে তার পদ শুন্য হয়।