
কাউনিয়ায় বাসের সাথে সংঘর্ষে ফুলবাড়ীর দুই যুবক নিহত
মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম)
ঢাকাগামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দুই যুবক নিহত হয়েছেন। যুবকদ্বয়ের নাম বেলাল হোসেন (৩৫) ও সঞ্জয় কুমার রায় (২৭) । দুর্ঘটনাটি ঘটেছে ১১ মে রোববার দিবাগত রাত সাড়ে এগারোটার সময় রংপুর জেলার কাউনিয়া উপজেলার বুরাল ব্রিজ সংলগ্ন এলাকায়।
স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে আসা ঢাকা গামী শাহালী পরিবহন নামে একটি বাস যার নম্বর ঢাকা মেট্রো ব- ১৪-৬২৪৫ বেপরোয়া ভাবে দ্রুত গতিতে চালিয়ে অপর দিক থেকে আসা নিহত দু'জনের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে দুজনে সিটকি পড়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে কাউনিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ও ঘাতক বাসটিকে জব্দ করে।
নিহত বেলাল হলেন ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিম উদ্দিন এর ছেলে। সঞ্জয় হলেন একই উপজেলার কবির মামুদ খামারটারী এলাকার নিবারণ চন্দ্রের ছেলে। তারা দুইজনেই বিবাহিত।
নিহতের চাচার সুমন কুমার রায় জানান সঞ্জয় ও বেলাল একই মোটরসাইকেলে চড়ে রংপর থেকে বাড়ি ফেরার পথে রংপুরের কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা শাহ আলী দ্রুত ঢাকাগামী বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অবস্থায় দুইজনেই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন । পরে কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমরা খবর পেয়ে কাউনিয়া থানা থেকে লাশ বাড়িতে নিয়ে আসি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান বিষয়টি শুনেছি। তবে দুর্ঘটনাটি আমার এলাকায় নয়। কাউনিয়া থানার পুলিশ ঘটনাটি জানেন।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ জানান ঢাকাগামী বাসের সাথে দুইজন মোটরসাইকেল আরোহী সংঘর্ষ হয়।সেখানে বাস উল্টে গিয়ে পাশে পড়ে। বাসের কোন যাত্রীর ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলে মোটরসা ইকেল আরোহী দুইজন মারা যায়। পরে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।