
কলাপাড়ায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৩৯.০ ডিগ্রী সেলসিয়াস
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় প্রচন্ড খরতাপে শুকিয়ে গেছে খাল বিল। ফেটে চৌচিড় হয়ে গেছে মাঠ ঘাট।
গতকাল সন্ধ্যা ছয়টায় কলাপাড়া উপজেলায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.০ ডিগ্রী সেলসিয়াস।
প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এতে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সামান্য শ্রমেই হাপিয়ে যাচ্ছেন তারা। তপ্ত রোদের কারনে দু:শ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষী সহ বিভিন্ন ফল চাষীরা।
এদিকে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও চর্ম জনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। তবে গরমের এ অবস্থা আরও দুইদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন