কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ ২
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের কালুরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে পড়ে দুজন নিখোঁজ হয়েছেন। শনিবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজের খবর পেয়ে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শনিবার বিকেলে সাম্পান থেকে পড়ে দুজন নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট থেকে টিম ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেয় আগ্রাবাদের ডুবুরি টিম। এখনো তল্লাশি চলছে। নিখোঁজ যাত্রীদের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের সাব অফিসার জসিম উদ্দিন বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়ন্ত্রণ কক্ষে দুজন নিখোঁজের সংবাদ আসে। এরপর কালুরঘাট ও আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, সাম্পানটিতে ফেরির ধাক্কা লাগায় দুর্ঘটনা ঘটেছে। যদিও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছেন।