ডার্ক মোড
Wednesday, 30 October 2024
ePaper   
Logo
কমলনগরে ছুরিকাঘাতে যুবক খুন

কমলনগরে ছুরিকাঘাতে যুবক খুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার কমলনগরে পুকুরে গোসলে বাধা দেয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুয়েল (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত জুয়েল ওই এলাকার চৌধুরী সর্দার বাড়ির নুরুল ইসলামের ছেলে।

তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের দক্ষিণ চরমার্টিন গ্রামের কাশেম মেম্বারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ দিকে এ ঘটনায় অভিযুক্ত আবদুল কাশেমকে (৪৫) স্থানীয় লোকজন আটক করে বেঁধে রাখলেও পরে তিনি সেখান থেকে পালিয়ে যান। কাশেম পেশায় নৌকার মাঝি।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আবুল কাশেম পার্শ্ববর্তী চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি নিহত জুয়েলের বাড়ির পাশে বসতি গড়ে তোলেন তিনি। কাশেম প্রতিদিন দুপুরে জুয়েলদের বাড়ির পুকুরে গোসল করতে যান। কিন্তু একই সময়ে বাড়ির নারীরাও ওই পুকুরে গাসল করেন। নারীদের নিরাপত্তার জন্য জুয়েল প্রতিবেশী কাশেম মাঝিকে ওই পুকুরে গোসল করতে নিষেধ করেন। এ নিয়ে জুয়েলের সঙ্গে কাশেমের ঝগড়া হয়।

১২টার দিকে জুয়েল বাড়ির পাশের দোকানে যান। সেখানে কাশেম এসে জুয়েলকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন তাকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে স্থানীয় কাশেম মেম্বারের ছেলে রফিকের সহায়তায় তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
জুয়েলের চাচাতো ভাই মো. আরিফ বলেন, ‘অভিযুক্ত আবদুল কাশেম মাঝি ধারালো চাকু দিয়ে জুয়েলের পেটের বাম পাশে ও গালে আঘাত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আবদুল কাশেমকে ধরতে পুলিশি অভিযান চলছে।পূর্ব শত্রুতার জেরে জুয়েলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন