ডার্ক মোড
Wednesday, 30 October 2024
ePaper   
Logo
কতো টাকায় বিক্রি হলো ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেতা ম্যাথিউয়ের বাড়ি

কতো টাকায় বিক্রি হলো ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেতা ম্যাথিউয়ের বাড়ি

বিনোদন ডেস্ক

গত বছর মারা গেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরি। সম্প্রতি লস অ্যাঞ্জেলসে থাকা অভিনেতার বাড়িটি ৮ মিলিয়ন তথা বাংলাদেশি ৮০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস অঞ্চলে বাড়িটি অবস্থিত। ৪টি বেডরুম, ৪টি বাথরুমসহ বাড়িটি ২০২০ সালে ম্যাথিউ পেরি ৬ মিলিয়ন ডলারে কিনেছিলেন। এই বাড়িতেই নিজের জীবনের শেষ মুহূর্ত কাটিয়েছিলেন অভিনেতা।

লস অ্যাঞ্জেলসের সম্পত্তি ছাড়াও ম্যাথিউ পেরির হলিউড হিলসেও একটি সম্পত্তি রয়েছে। ২০২৪ সালের মে মাসে বাজারে এর দর তোলা হয়েছিল ৫.২ মিলিয়ন ডলার। ২০২৩ সালের জুন মাসে, মৃত্যুর ঠিক মাস চারেক আগে অভিনেতা এই প্রপার্টি কিনেছিলেন।

‘ফ্রেন্ডস’-এর অন্যতম মূল চরিত্র চ্যান্ডলার বিং। এই চরিত্রে অভিনয় করতেন ম্যাথিউ পেরি। গত বছর লস অ্যাঞ্জেলসে বাড়ির হট-টাবে অসংলগ্ন অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। ময়নাতদন্তে জানা যায় কেটামাইনের প্রভাবে মৃত্যু হয় তার। ম্যাথিউর এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছিল বিনোদন মহলে।

বিশ্বজুড়ে তার অগণিত অনুরাগীদের চোখ ভেজে এই খবরে। অন্যদিকে ‘ফ্রেন্ডস’ সিরিজে ম্যাথিউর সঙ্গী বাকি অভিনেতারাও প্রবলভাবে ভেঙে পড়েন অভিনেতার প্রয়াণে। প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করেছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন