ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
এলজিইডির আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সমূহের ভার্চ্যুয়াল পর্যালোচনা সভা

এলজিইডির আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সমূহের ভার্চ্যুয়াল পর্যালোচনা সভা


এলজিইডির সারাদেশের উন্নয়ন কর্মকান্ড দ্রæত করতে মাঠপ র্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানপ্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান। ৩ডিসেম্বর ২০২০ এলজিইডিরআওতায়বাস্তবায়নধীনপ্রকল্পসমূহেরভার্চ্যুয়ালপর্যালোচনাসভাঅনুষ্ঠিতহয়।

সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃআব্দুররশীদ খান। ভার্চ্যুয়ালসভায়এলজিইডিরসদর ও মাঠপর্যায়েকর্মরত অতিরিক্ত প্রধানপ্রকৌশলীগণ, তত্ত¡াবধায়কপ্রকৌশলীগণ, বিভিন্নপ্রকল্পেরপ্রকল্পপরিচালকগণ, ৬৪ জেলারনির্বাহীপ্রকৌশলীগণবিভিন্নইউনিটেরইউনিটপ্রধান গন অনলাইনে সংযুক্ত ছিলেন।ভার্চ্যুয়াল সভায় এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃআব্দুররশীদ খান ২০২০-২১ অর্থবছরের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের বরাদ্দ অনুমোদন বর্তমান অবস্থা সম্পর্কে পর্যালোচনা করেন।

এছাড়াও প্রধান প্রকৌশলী রাজস্ব আদায় ও অডিট, প্রশাসনিক, মাননিয়ন্ত্রণ, ডিজাইন রক্ষণাবেক্ষণ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানকরেন।ভার্চ্যুয়াল পর্যালোচনা সভায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাঠপর্যায়েরও সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ, তত্ত¡াবধায়ক প্রকৌশলীগণ।দিনব্যাপী এ পর্যালোচনা সভায় ভার্চ্যুয়াল অনলাইনে ৬৪ জেলারনির্বাহীপ্রকৌশলীগণ স্ব স্ব জেলার উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরেন, প্রেসবিজ্ঞপ্তি /

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন