
এলজিইডির আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সমূহের ভার্চ্যুয়াল পর্যালোচনা সভা
এলজিইডির সারাদেশের উন্নয়ন কর্মকান্ড দ্রæত করতে মাঠপ র্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানপ্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান। ৩ডিসেম্বর ২০২০ এলজিইডিরআওতায়বাস্তবায়নধীনপ্রকল্পসমূহেরভার্চ্যুয়ালপর্যালোচনাসভাঅনুষ্ঠিতহয়।
সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃআব্দুররশীদ খান। ভার্চ্যুয়ালসভায়এলজিইডিরসদর ও মাঠপর্যায়েকর্মরত অতিরিক্ত প্রধানপ্রকৌশলীগণ, তত্ত¡াবধায়কপ্রকৌশলীগণ, বিভিন্নপ্রকল্পেরপ্রকল্পপরিচালকগণ, ৬৪ জেলারনির্বাহীপ্রকৌশলীগণবিভিন্নইউনিটেরইউনিটপ্রধান গন অনলাইনে সংযুক্ত ছিলেন।ভার্চ্যুয়াল সভায় এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃআব্দুররশীদ খান ২০২০-২১ অর্থবছরের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের বরাদ্দ অনুমোদন বর্তমান অবস্থা সম্পর্কে পর্যালোচনা করেন।
এছাড়াও প্রধান প্রকৌশলী রাজস্ব আদায় ও অডিট, প্রশাসনিক, মাননিয়ন্ত্রণ, ডিজাইন রক্ষণাবেক্ষণ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানকরেন।ভার্চ্যুয়াল পর্যালোচনা সভায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাঠপর্যায়েরও সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ, তত্ত¡াবধায়ক প্রকৌশলীগণ।দিনব্যাপী এ পর্যালোচনা সভায় ভার্চ্যুয়াল অনলাইনে ৬৪ জেলারনির্বাহীপ্রকৌশলীগণ স্ব স্ব জেলার উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরেন, প্রেসবিজ্ঞপ্তি /