
এমপিওভুক্ত শিক্ষকদের মূল্যায়ন করবে বিএনপি: এ্যানি
নিজস্ব প্রতিবেদক
এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে বিএনপি উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শহীদ মিনারে শিক্ষকদের সমাবেশে অংশ নিয়ে তিনি বলেছেন, “আপনাদের আন্দোলনকে, আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আমরা আপনাদের নিশ্চিত করতে চাই—আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে আগ্রহী।”
সোমবার দুপুর সোয়া ১২টায় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন এ্যানি। এর আগে তিনি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের সঙ্গে শহীদ মিনারে উপস্থিত হন।
বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনের নবম দিনে শহীদ মিনারে সমাবেশ করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা আগে বাড়ি ভাড়া পেতেন এক হাজার টাকা, যা দুই দফায় বাড়িয়ে ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা করা হয়েছে।
আন্দোলনের মুখে সরকার বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ ঠিক করলেও তা যথেষ্ট নয় মন্তব্য করে এ্যানি সরকারের সুদৃষ্টি কামনা করেন।
তিনি বলেন, “আমি সরকারের কাছে অনুরোধ করব, ৫ পারসেন্ট এনাফ নয়, বিশেষ বিবেচনা আপনাদের করতে হবে।”
জনভোগান্তি সৃষ্টিকারী কর্মসূচি থেকে সরে আসায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে এ্যানি বলেন, “আমি আশা করব, আপনারা এমন কোন কাজ করবেন না যাতে রাস্তায় সাধারণ মানুষের ক্ষতি হয়।”
শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের প্রতি বিএনপির একাত্মতা ঘোষণা করে দলটির যুগ্ম মহাসচিব এ্যানি বলেন, “আজিজী সাহেবের (শিক্ষক নেতা) সঙ্গে আমার মহাসচিবের কথা হয়েছে। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আপনাদের সঙ্গে আমরা আছি, আপনাদের সঙ্গে আমরা থাকব।
“আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আপনাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন। আপনাদের আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শন করেছেন।”
জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে ‘দৃঢ় ঐক্য’ গড়ে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, “এ ঐক্য ধরে রাখার জন্য সামনে যে নির্বাচন, সে নির্বাচনের আগে ও পরে সবাইকে খুব সতর্ক ও সজাগ থাকতে হবে।”
এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ডাকসু, জাকসু, বিভিন্ন শিক্ষক সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বুয়েট শিক্ষার্থীরাও শিক্ষক-কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেয় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট।
এরপর ৬ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর রোববার মূল বেতনের ৫ শতাংশ অথবা সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতার সিদ্ধান্ত দেয় অর্থ মন্ত্রণালয়।