ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
এফইউজের প্রতিনিধি সম্মেলন ২০২৩ প্রস্তাব ও ঘোষণা

এফইউজের প্রতিনিধি সম্মেলন ২০২৩ প্রস্তাব ও ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বেশ কিছু প্রস্তাব ও ঘোষণা সর্বসম্মতি ক্রমে পাস হয়েছে।

বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এক বিবৃতিতে জানান, শত ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ায় তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির সময় সাংবাদিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। বিএনপি-জামাতের কর্মীদের হাতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এই ধরনের হামলা নজীরবিহীন। এই প্রতিনিধি সম্মেলন এই নির্যাতনের ঘটনার তদন্ত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে।

প্রতিনিধি সম্মেলন থেকে অবিলম্বে নবম ওয়েজ বোর্ডের বকেয়া পাওনা পরিশোধের জন্য সংবাদপত্র মালিকদের প্রতি দাবি জানিয়েছি।

দশম ওয়েজ বোর্ড গঠনের জন্য প্রধানমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে নতুন বোর্ড গঠনের আগে পর্যন্ত শতকরা ৮০ ভাগ মহার্ঘ্য ভাতা ঘোষণার দাবি করা হয়েছে।

পাশাপাশি সংবাদ মাধ্যম আইন দ্রæত প্রণয়ন করে টেলিভিশন ও সম্প্রচার মাধ্যমে কর্মরত সাংবাদিক এবং সংবাদকর্মীদের কোন কাঠামোর আওতায় আনার দাবি করা হয়েছে।

ঢাকা ও ঢাকার বাইরের পেশাদার সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানের দাবি তুলে ধরা হয়েছে।

সবশেষে পেশাদার সাংবাদিকদের জন্য বিশেষ পেনশন সুবিধার সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন