ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
উপজেলা নির্বাচনে ফুলবাড়ীতে প্রতীক পেলেন প্রার্থীরা

উপজেলা নির্বাচনে ফুলবাড়ীতে প্রতীক পেলেন প্রার্থীরা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচনে ১০ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ।

সোমবার (২০ মে) ফুলবাড়ীর ইউএনও ও রিটার্নিং অফিসার মীর মো. আল কামাহ তমাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ নিশ্চিত করেন।

এরমধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনজন প্রার্থী ।

চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকে নিয়ে ভোটে লড়বেন মো. আতাউর রহমান মিল্টন। এছাড়া একই পদে মে. মুশফিকুর রহমান লড়বেন ঘোড়া প্রতীকে ও মো. রফিকুল ইসলাম ভোটের মাঠে রয়েছেন আনারস প্রতীক নিয়ে।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মঞ্জু রায় চৌধুরী পেয়েছেন চশমা, মো. মকলেছার রহমানের প্রতীক উড়োজাহাজ,মো. মামুনুর রশীদ লড়বেন তালা প্রতীক নিয়ে ও মো. সোলায়মান সরকারের প্রতীক টিউবওয়েল।

অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. নীরু সামছুন্নাহারের প্রতীক কলস,মোছা. হাজরা বিবির প্রতীক হাঁস ও শিউলী রানী রায় পেয়ছেন ফুটবল প্রতীক।

ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। ৬৩টি কেন্দ্রে এক লাখ ৫২ হাজার ৪শ’ ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন