ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই মিলেমিশে কাজ করুন : পরিকল্পনা মন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই মিলেমিশে কাজ করুন : পরিকল্পনা মন্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম এমপি।

উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় সরকারি সফরে এসে ময়মনসিংহের নান্দাইলে রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে সুধী সমাবেশ ও গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী উপস্থিত ২৫জন নাগরিকের কাছ থেকে উন্নয়ন,সম্ভাবনা,অভিযোগ ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাদের বক্তব্য শোনেন। এর আগে মন্ত্রী সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সুধী সমাবেশে মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া (উপসচিব) ও উপজেলা নির্বার্হী অফিসার জনগণের কথা শুনেন এবং তাৎক্ষনিক মঞ্চে জবাব প্রদান করেন। মন্ত্রী নিজেও কিছু প্রশ্নের জবাব দেন।

এসময় পরিকল্পনা মন্ত্রী উত্থাপিত সকল দাবি ও উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন এবং কিছু সমস্যার তাৎক্ষনিক দিকনিদের্শনা প্রদান করেন। মন্ত্রী বলেন,এধরনের মুক্ত আলোচনা ও গনশুনানী অনুষ্ঠান চলতে থাকবে।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, রাজগাতী ইউপি চেয়ারম্যান ইফতেখার মোমতাজ খোকন, রাজগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন টুটন। অনুষ্ঠানে মন্ত্রীর কন্যা নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন