ডার্ক মোড
Tuesday, 01 July 2025
ePaper   
Logo
ঈদের ছুটির শেষ সময়ে কুয়াকাটায় পর্যটকের ঢল

ঈদের ছুটির শেষ সময়ে কুয়াকাটায় পর্যটকের ঢল

 
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
  ঈদের টানা ১০ দিনের ছুটির শেষ সময়ে পর্যটকে টইটুম্বুর হয়ে উঠেছে সূর্যোদয়, সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। খালি নেই হোটেল মোটেলের কক্ষ। এতে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে।
 
এদিকে গঙ্গামতি, ঝাউবাগান, শুঁটকি পল্লী ও লেম্বুর বন সহ সকল পর্যটন স্পটেই রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। আগত পর্যটকরা পুরো সৈকত এলাকায় উচ্ছ্বাসে মেতেছেন। অনেকেই সমুদ্রে সাঁতার কাটছেন । কেউবা প্রিয়জনের হাতে হাত রেখে সৈকতের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত ঘুরে দেখছেন। অনেকে বেঞ্চিতে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন।  আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে প্রশাসনের সদস্যরা।

ঢাকা থেকে আসা নীলাঞ্জনা-তন্ময় দম্পতি বলেন, “আমরা প্রায়ই আসি কুয়াকাটায়। এখানকার পরিবেশ মানসিক প্রশান্তি এনে দেয়। তবে ঈদের ছুটির শেষ সময়ে দেশী-বিদেশী পর্যটকদের ঢল নেমেছে কুয়াকাটায়। 
 
খাবার হোটেল মালিক সমিতির সভাপতি মোঃ কালিম বলেন,এখানে সব খাবার হোটেলের মান আগের চেয়ে অনেক ভাল হয়েছে এবং দামেও সস্তা।
 
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, “ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের সংখ্যা অনেক বেড়েছে। এভাবে পর্যটকের আগমন ঘটলে আমরা বিগত দিনের লোকসান পুষিয়ে নিতে পারবো।
 
কুয়াকাটা হোটেল মোটেল অউনার এসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব শরীফ বলেন, আমাদের প্রায় হোটেলের সব রুম বুকিং রয়েছে।  আমরা হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি। 
 
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “সৈকতের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা, নৌ ও ডিবি পুলিশও দায়িত্ব পালন করছে। পর্যটকরা নিশ্চিন্তে ও নিরাপদে আনন্দ উপভোগ করতে পারবেন।”
 
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেন, ঈদ উল আযহার বন্ধে আজ প্রচুর পর্যটক আসছে, সামনের দিনগুলোতে আরো পর্যটক বাড়েবে। কুয়াকাটা পৌরপ্রশাসন পর্যটকদের সেবায় সার্বক্ষনিক প্রস্তুত। তার সাথে টুরিস্ট ও থানা পুলিশ সহ উপজেলা প্রশাসনও প্রস্তুত রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন