ডার্ক মোড
Sunday, 29 December 2024
ePaper   
Logo
ঈগল গুল কোম্পানীর পরিচালক মোজাম্মেল হোসেন জনির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

ঈগল গুল কোম্পানীর পরিচালক মোজাম্মেল হোসেন জনির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মিরপুর পল্লবীর 'ঈগল গুল' কোম্পানীর বর্তমান পরিচালক মোজাম্মেল হোসেন জনির বিরুদ্ধে তার আপন ভাই মোজাহিদ হোসেন কতৃক বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করে সংবাদ সন্মেলন করেছেন তার আপন বোন মাকসুদা আক্তার ও তার স্বামী মোঃ আসিফ ইকবাল।

সংবাদ সন্মেলনে আসিফ ইকবাল বলেন, ঈগল গুল কোম্পানী সকলের পরিচিত একটি প্রতিষ্ঠান। প্রায় ১ হাজারের বেশী শ্রমিক প্রতিষ্ঠানে কর্মরত থেকে জীবন জীবিকা নির্বাহ করছেন। তার শশুরের মৃতুর পর কোম্পানীর হাল ধরেন তার শ্যালক মোজাম্মেল হোসেন জনি। পারিবারিক সম্পত্তি ২ ভাই ও ৬ বোনের মধ্য ভাগ করে দিলেও তার শশুর ঈগল গুল কোম্পানী জনির নামে হস্তান্তর করে দেন। মোজাম্মেল হোসেন জনির মালিকানায় কোম্পানী পরিচালিত হওয়ায় তার ভাই মোজাহিদ হোসেন প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা করেন। এমনকি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনিকে আওয়ামী সরকারের সহযোগী ও অর্থদাতা বানিয়ে সোস্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে থাকেন।

এক পর্যায়ে তারা বাধ্য হয়ে পল্লবী থানায় সাধারণ ডায়েরি করলে তদন্তকারী কর্মকর্তা পারিবারিক সমন্বয়ে মিমাংসা করার চেষ্টাও করেন। এদিকে পল্লবী এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কজন ছাত্র ও ভুক্তভোগী সংবাদ সন্মেলনে উপস্থিত থেকে এধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে মিথ্যা দাবী করে জনিকে দানবীর ও অসহায় মানুষের সহযোগিতা করার বিষয় তুলে ধরেন। জনির বোন মাকসুদা আক্তার বলেন, আমরা কোনো দল করিনা। আমার ভাই জনি কোনো দলের সদস্য নয়। আমার বাবার প্রতিষ্ঠানটি ৪০ বছর ধরে গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাবার সুনাম রক্ষার্থে আমরা পারিবারিক ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই মিডিয়ায় আসল ঘটনা তুলে ধরার জন্যই এই সংবাদ সন্মেলন করা।

আমি বর্তমান সরকারের নিকট অনুরোধ করছি যাতে আমার ভাইকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে তার সুষ্ঠু তদন্ত করে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন