
ইসরায়েলে জরুরিভিত্তিতে ১৪ হাজার গোলা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
সংসদের নিম্নকক্ষ কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলকে জরুরিভিত্তিতে ট্যাংকের ১৪ হাজার গোলা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। শনিবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এসব গোলা ইসরায়েলের কাছে ১০৬ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে। সাধারণত কোনো দেশের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বা গোলাবারুদ বিক্রি করার আগে; সেটি কংগ্রেস পর্যালোচনা করে। পর্যালোচনার জন্য কংগ্রেস ২০ দিন সময় নেয়। তবে ইসরায়েলকে দ্রুত সময়ের মধ্যে গোলা দিতে নিজের বিশেষ ক্ষমতা ব্যবহার করেছেন বাইডেন। এসব গোলা ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হবে।
গতকাল বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলকে ৪৫ হাজার গোলা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এখন দখলদার ইসরায়েলিদের যে ১৪ হাজার গোলা দেওয়া হচ্ছে সেটি ওই চুক্তিরই অংশ।
যুক্তরাষ্ট্র ইসরায়েলে যেসব গোলা দিতে যাচ্ছে, সেগুলো মারকাভা ট্যাংকে ব্যবহার করা হয়। এই ট্যাংকের গোলার আঘাতে গাজায় শত শত মানুষের মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গত ৭ অক্টোবর যুদ্ধ বাধে। যুদ্ধ শুরুর পরের দিন থেকেই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু তাদের এসব অস্ত্রে হাজার হাজার মানুষের মৃত্যু হওয়ার পর এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মার্কিনিরাই। তা সত্ত্বেও ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের ক্ষেত্রে কোনো শর্ত দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা।
মানবাধিকার সংস্থাগুলো বলেছ, যুক্তরাষ্ট্র গাজায় বেসামরিকদের হতাহতের সংখ্যা কমানোর কথা বলছে। কিন্তু তারাই আবার ইসরায়েলকে মারণাস্ত্র দিচ্ছে।
সূত্র: সিএনবিসি