ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান ও মেম্বর পদে বেতাগীতে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ

ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান ও মেম্বর পদে বেতাগীতে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও কাজিরাবাদ ইউনিয়নে সংরক্ষিত আসনের ৩ নং ওয়ার্ডের মেম্বর পদে উপনির্বাচনে ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছে রিটার্নিং অফিসার। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন ও মেম্বর পদে ৫ জন রয়েছে।

শুক্রবার (৫ জুলাই) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার স্বপন সিকদর তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করেন। এসময় একাধিক প্রার্থী ও তাদেও প্রতিনিধিরা উপস্থি ছিলেন

চেয়াম্যান পদে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের- আ.ক.ম ফজলুর রহমান শিকদার, কাজী মো: শাহ আলম, মো: আসাদুজ্জামান রিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো: সিদ্দিকুর রহমান ও ইসলামী আন্দোলনের মো: হাফিজুর রহমান। সংরক্ষিত আসনে মেম্বর পদে নাজমা আকতার, শামীমা নাসরিন নিপু , মোসা: ফেরদৌসি, মোসা: রাশিদা বেগম ও রিনা।

এ্র আগে বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার স্বপন সিকদারের নিকট মনোনয়ন পত্র জমা দেন তারা। আগামী ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, উপজেলার হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যান এবং কাজিরাবাদ ইউনিয়নে সংরক্ষিত আসনের ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মোসা: রিনা গাজী পদত্যাগ করে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করায় তিনি হেরে গেলেও পদ ঐ দুইটি শূন্য হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন