ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
ইংলিশ থেরাপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইংলিশ থেরাপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

জমকালো আয়োজনে জনপ্রিয় ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ থেরাপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাইন্ড ট্রেইনিং সেশনটি নিয়েছেন সাবিত ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সিইও সাবিত রায়হান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ থেরাপির প্রতিষ্ঠাতা ও সিইও সাইফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের যাত্রা, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, "আমাদের মিশন সবসময়ই ছিল শিক্ষার্থীদের ভীতি দূর করে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তোলা। আজকের এই সাফল্য আমাদের সেই পথচলারই প্রতিফলন।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সফল উদ্যোক্তা ও ইংরেজি ভাষার বিশেষজ্ঞরা।

অতিথিরা তাদের বক্তব্যে ভাষা শিক্ষার গুরুত্ব, কর্মক্ষেত্রে ইংরেজি ভাষার চাহিদা এবং আন্তর্জাতিক যোগাযোগের অপরিহার্য ভূমিকার বিষয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে এই বক্তব্যগুলো ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশনের আয়োজন করা হয়। যেখানে ছিল তাদের ভাষাগত দক্ষতা প্রদর্শনের সুযোগ। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিতর্ক ও গল্প বলার মাধ্যমে তাদের ইংরেজি দক্ষতা প্রদর্শন করে। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল শহর ও গ্রামাঞ্চলের স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা, যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছে কীভাবে ইংলিশ থেরাপি তাদের জীবনে পরিবর্তন এনেছে।

ইংলিশ থেরাপির এই দীর্ঘ ৮ বছরের পথচলায় কেবল শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এখানে শিক্ষার্থীরা আত্মবিশ্বাস অর্জন, নতুন সুযোগ খুঁজে পাওয়া এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের পথ তৈরি করেছে।

ইংলিশ থেরাপি বাংলাদেশে ইংরেজি শেখার ক্ষেত্রে একটি স্বীকৃত নাম। প্রতিষ্ঠার অষ্টম বছরে এসে শিক্ষার্থীদের কাছে ইংরেজি ভাষাকে সহজ, আকর্ষণীয় এবং প্রয়োজনীয় করে তোলার দায়িত্ব সাফল্যের সাথে পালন করছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে কাজ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক এবং ভাষা শিক্ষার প্রতি আগ্রহী ব্যক্তিরা।

ইংলিশ থেরাপির এই সফলতা উদযাপন একদিকে শিক্ষার্থীদের জন্য যেমন ছিল উৎসাহজনক, তেমনি অন্যদিকে ভাষা শিক্ষার ক্ষেত্রে নতুন মাত্রা সৃষ্টির একটি মাইলফলক।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন