ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
আ. লীগকে বাধা দেওয়ার অভিযোগ মিথ্যা : জামায়াতে ইসলামী

আ. লীগকে বাধা দেওয়ার অভিযোগ মিথ্যা : জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর জেলা হত্যা দিবস পালনে আওয়ামী লীগকে বাধা দেওয়ার অংশ হিসেবে বনানী কবরস্থান এলাকা জামায়াত-শিবিরের লোকজন ঘিরে রেখেছে— এমন খবরকে মিথ্যা বলে দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ রোববার (৩ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা জানান।

 

তিনি বলেন, ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালনে আওয়ামী লীগকে বাধা দেওয়ার অংশ হিসেবে বনানী কবরস্থান এলাকা জামায়াত-শিবিরের লোকজন ঘিরে রেখেছে— মর্মে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে যে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে, তা মিথ্যা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের উল্লিখিত কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বাধা দেওয়ার প্রশ্নই আসে না। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, জামায়াতে ইসলামী গণতন্ত্রে বিশ্বাসী একটি নিয়মতান্ত্রিক ও শান্তিপ্রিয় রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী অন্য কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেয় না। এই ধরনের কোনো নোংরা রাজনীতির সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই।

এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন