
আ ব ম মোস্তফা আমীনের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেসক্লাবের সামনে ১৪ মার্চ শুক্রবার সকাল১০ টায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামক সংগঠনের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি পালন করা হয়।
মোঃ ফরহাদ হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন হানিফ বাংলাদেশী, সৈয়দ হারুনর রশীদ, সানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, তামান তনি,ইয়াসমিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
হানিফ বাংলাদেশী বলেন, আ ব ম মোস্তফা আমীন ২১ সালে দুর্নীতির বিরুদ্ধে ও পাচারকৃত টাকা ফেরত আনার জন্য সারাদেশব্যাপি জনগণকে সংগঠিত করার জন্য অহিংস গণঅভ্যুত্থান নামে সংগঠন গঠন করেন। পাচারকৃত টাকা ফেরত এনে এদেশের পুজিহীন মানুষকে সহজ শর্তে সহজ কিস্তিতে সরকারের মাধ্যমে ঋণ দেওয়ার জন্য সরকারের কাছে উনি স্মারকলিপি দিয়েছেন। আওয়ামীলীগের সময়ও উনি সাবেক প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পরেও উনি প্রধান উপদেষ্ঠা বরাবর স্মারকলিপি দিয়েছেন।
তিনি বলেন,গত ২৫ নবেম্বর শাহবাগ মোড়ে সমাবেশের আগের দিন মোস্তফা আমীনকে বাসা থেকে গ্রেফতার করে। সমাবেশ আগত সংগঠকদেরও গ্রেফতার করে। গত ৫ মাস চলছে এখনো আ ব ম মোস্তফা আমীনকে মুক্তি দেওয়া হচ্ছে না।আমরা মোস্তফা আমীনের নিঃশর্ত মুক্তি দাবি করছি।