ডার্ক মোড
Wednesday, 02 July 2025
ePaper   
Logo
আলীপুরে দু’পক্ষের সংঘর্ষ পুলিশ সদস্যসহ আহত ২০

আলীপুরে দু’পক্ষের সংঘর্ষ পুলিশ সদস্যসহ আহত ২০

নরসিংদী প্রতিনিধি

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় গুলি ও টেটাবিদ্ধ হয়ে পুলিশের এএসআইসহ অন্ততঃ ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে নরসিংদী সদর হাসপাতালে ১০ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো ১০/১২ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত অনেকেই গ্রেফতার এড়াতে মাধবদী, গোপালদিসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার ইসমাইল কোম্পানী গ্রæপ এর সাথে তাদের প্রতিপক্ষ শাহজাহান মনা গ্রæপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে বুধবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই শাহজাহান মনা গ্রæপের লোকজন ইসমাইল কোম্পানীর লোকজনের উপর হামলা চালায়। এসময় শাহজাহান মনা গ্রæপের লোকজন ইসমাইল কোম্পানীর লোকজনের বাড়ী-ঘরে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট ও ভাংচুর করে। খবর পেয়ে নরসিংদী সদর থানার কর্তব্যরত এএসআই জয় বণিকসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে শাহজাহান মনা গ্রæপের লোকজন ছোঁড়া গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন পুলিশ সদস্য জয় বণিকসহ অন্ততঃ ২০ জন। শাহজাহান মনা গ্রæপের লোজনের ছোঁড়া গুলি ও টেটাবিদ্ধ হয়ে আহতরা হলেন; রুহুল আমিন (৪২), দাউদ নবী (৩৫), সানি (১৮), সুমন (২৮), জিলানী (২৬), অলিউল্লাহ (২৪), ইব্রাহিম (২৬), মেহেদী হাসান (২৯)। আহত সকলকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে গুলি ও টেটাবিদ্ধরা পুলিশী ঝামেলা এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়েই অনেকেই হাসপাতাল ত্যাগ করেন এবং বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মাহমুদুল কবীর বাশার বলেন, টেটাবিদ্ধ ১ জন এবং ছোঁড়া গুলিতে পুলিশ সদস্যসহ ৫ জনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর টেটাবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন