ডার্ক মোড
Saturday, 26 October 2024
ePaper   
Logo
আলিপুরে চোরাইকৃত মালামাল উদ্ধার

আলিপুরে চোরাইকৃত মালামাল উদ্ধার

পায়রাবন্দর (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ। পরে এসব মালামাল বাদী ইব্রাহীমের জিম্মায় রাখা হয়ে।
আজ শনিবার আলীপুর থ্রী পয়েন্ট এলাকার সিকদার এন্টারপ্রাইজ নামের একটি ভাঙ্গারী দোকানে বিক্রি করতে আসলে স্হানীয়রা এসব মালামাল আটক করে পুলিশকে খবর দেয় এসময় চোরচক্র পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায় , লোহার এ্যাঙ্গেল ৩৫শ কেজি, এসএস পাইপ ৫শ কেজি, লোহার রড ২শ ৫০ কেজি, মটর ১ হর্স ২টা, বেকুর ব্যাটারী ২টা, পিভিসি পাইপ ৩ম ফিট, লোহার সাইনবোর্ড ২টা, বীজধান ১৫ মন থাকলেও উদ্ধার করা হয়েছে লোহার এ্যাঙ্গেল বড় ৩৮ পিচ, লোহার এ্যাঙ্গেল ছোট ১৫ পিচ, পিভিসি পানির পাইপ ৮২ পিস। বাদীর বর্ণনা মতে আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার ২৫০ টাকা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোহার এ্যাঙ্গেল বড় সাইজের ৩৮ পিস, লোহার অ্যাঙ্গেল ছোট সাইজের ১৫পিস, পানির থ্রেটপাইপ ৮২ পিস উদ্ধার করেন।

পুলিশের উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছে মহিপুর থানার এসআই আবুল কালাম আজাদ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, জানান, এবিষয়ে একটি চুরির মামলা হয়েছে। কোর্টের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন