
আলমবিদিতর ইউনিয়ন তুলসীর হাট ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ আল মুমিন, গংগাচড়া, রংপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমবিদিতর ইউনিয়ন তুলসীর হাট হাই স্কুল হল রুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হল। আজকের ইফতার মাহফিলে সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমবিদিতর ইউনিয়ন আমির মোহাম্মদ ছামিউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর- ১ আসন জামায়াত মনোনীত প্রার্থী এবং সহকারি সেক্রেটারি রংপুর মহানগর অধ্যাপক রায়হান সিরাজী। আরো উপস্থিত ছিলেন উপজেলা আমির মোহাম্মদ নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমির মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম, সেক্রেটারি ওলামা বিভাগ মোঃ রোকনুজ্জামান এবং গঙ্গাচড়া ইউনিয়ন আমির মোঃ মনিছুর রহমান আরো উপস্থিত ছিলেন অন্যান্য দায়িত্বশীল বাক্তিবর্গ। এলাকার সর্বস্তরের মানুষ এই ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
রংপুর-১ আসন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী বলেন সিয়াম সাধনার মূল হচ্ছে আত্মসংযম। সামাজিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই। ইসলাম শান্তির কথা বলে। শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে তার পাশে থাকবার অনুরোধ করেন তিনি।