ডার্ক মোড
Friday, 24 January 2025
ePaper   
Logo
আর কতদিন রোহিঙ্গাদের আতিথ্য দেব : প্রধানমন্ত্রী

আর কতদিন রোহিঙ্গাদের আতিথ্য দেব : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নির্বিঘ্নে নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করতে মিয়ানমার সরকারের রাখাইন স্টেটে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেইজার বৃহস্পতিবার গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, আমরা মিয়ানমারকে এই বিষয়ে আহ্বান জানিয়েছি এবং এ নিয়ে আলোচনাও করেছি। কিন্তু, এখনো কোনো সাড়া আসেনি। আমরা এর সমাধান চাই। আমরা কতদিন এই বিপুল সংখ্যক লোককে আতিথ্য দিতে পারি?

শেখ হাসিনা বলেন, মিয়ানমার কর্তৃপক্ষের কাছে রোহিঙ্গাদের বিষয়ে বারবার তুলে ধরা হলেও তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত উত্তর আসেনি। রোহিঙ্গারা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এত বড় সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ কতদিন আশ্রয় দেবে।

এসময় বিশেষ দূত হেইজার বলেন, রোহিঙ্গা ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের আরও সহায়তা প্রয়োজন। তাদের সুষ্ঠু প্রত্যাবাসনের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন