ডার্ক মোড
Monday, 07 October 2024
ePaper   
Logo
আরবাজ খানের বিয়েতে হাজির ছেলে আরহান

আরবাজ খানের বিয়েতে হাজির ছেলে আরহান

বিনোদন ডেস্ক

আজ রাতেই বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা আরবাজ খান। ২০১৭ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের ৬ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান খানের বড় ভাই।

জানা গেছে, আরবাজের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছে বিয়ের আসর। পাত্রী বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মেকআপ শিল্পী শুরা খান। ইসলামি রীতিনীতি মেনে বিয়ে করবেন দুজনে। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই হবে এই বিয়ে।

ইতোমধ্যেই একে একে অর্পিতার বাড়িতে হাজির হয়েছেন পরিবারের মানুষ ও অতিথিরা। যেখানে দেখা মিলেছে আরবাজ-মালাইকার একমাত্র পুত্র আরহান খানেরও। বাবার বিয়েতে উপস্থিত থাকছেন ২১ বছরের আরহান। কালো টি-শার্ট আর ফরম্যাল প্যান্টে দেখা মিলেছে আরবাজ পুত্রের।

ছেলের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছেন বাবা সেলিম খান ও মা সালমা খান। একে একে প্রবেশ করেছেন ভাই সোহেল খান, সালমান খান, ঋদ্ধিমা পণ্ডিত, ইউলিয়া ভান্তুর, সোহা আলি খান-সহ পরিবারের ঘনিষ্ঠরা।

সাদা গাড়িতে গোলাপি রংয়ের হিজাবে মুখ ঢেকে অর্পিতার বাড়িতে পৌঁছেছেন আরবাজের হবু স্ত্রী শুরা খান। একদমই ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন সেরে নিচ্ছেন আরবাজ-শুরা।

নতুন এই দম্পতিকে ইতোমধ্যেই শুভেচ্ছাবার্তা জানিয়েছে রাভিনা ট্যান্ডন। ইনস্টাগ্রামে এক ভিডিও প্রকাশ করে আরবাজ-শুরার নতুন জীবনের শুভকামনা জানান তিনি।

আরবাজ এবং শুরা-র দেখা হয়েছিল আসন্ন ছবি ‘পাটনা শুক্লা’-র সেটে। যা আগামী বছর মুক্তি পেতে পারে। তাদের সম্পর্ক প্রথমে বন্ধুত্ব এরপর গড়ায় প্রেমে। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন