ডার্ক মোড
Tuesday, 13 May 2025
ePaper   
Logo
আরএমপি্ ৩৯;র অভিযানে গাঁজা ও চোলাইমদ উদ্ধার ; গ্রেপ্তার ২

আরএমপি্ ৩৯;র অভিযানে গাঁজা ও চোলাইমদ উদ্ধার ; গ্রেপ্তার ২

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর কর্ণহার থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশী চোলাইমদসহ ২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্ণহার থানা ও ডিবি পুলিশ।


আরএমপি কর্ণহার থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: হাসিবুর রহমান (২৫) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার করমজা মধ্যপাড়ার মো: আমিনুল ইসলামের ছেলে ও
ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি তিলু বিশ্বাস (৬১) কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহটি এলাকার মৃত দেবেন মুরারীর স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, শনিবার বিকাল রাত পৌনে ১০ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ—পুলিশ কমিশনার দীন মোহাম্মদ এর সার্বিক
তত্ত্বাবধানে কর্ণহার থানার এসআই মো: আব্দুল মতিন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কর্ণহার থানার করমজা মধ্যপাড়া গ্রামের এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত ১০ টায় কর্ণহার থানার করমজা মধ্যপাড়া গ্রামের ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি আসামি হাসিবুরকে গ্রেপ্তার
করে। এসময় তার কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। 


অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই জাকির হোসাইন ও তার টিম রবিবার  রাত সোয়া ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কলোনী এলাকা থেকে আসামি তিলুকে ২০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন