
আবারও ফলাফলে শীর্ষ লালমনিরহাটের হযরত ফাতেমাতুজ জাহারা রাঃ মহিলা দাখিল মাদরাসা ও খালিদ বিন ওয়ালিদ
মোঃ লাভলু শেখ, লালমনিরহাট
আবারও ফলাফলে শীর্ষ স্হান অর্জন করেছে। লালমনিরহাটের ঐতিহ্যবাহী হযরত ফাতেমাতুজ জাহারা রাঃ মহিলা দাখিল মাদরাসা ও খালিদ বিন ওয়ালিদ। ওই
মাদরাসার সুপার মুফতী মোঃ মুজিবুর রহমান জানান, বিগত বছর গুলোতে ৫ম শ্রেনী থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষায় ফলাফলে সাফল্য অর্জন করে আসছে।
এবার ২০২৫ সালে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেন, ৯৮ জন শিক্ষার্থী এর মধ্যে ৯৪ জন শিক্ষার্থী ফলাফলে সাফল্য অর্জন করেছে। এসব শিক্ষার্থীদের মধ্যে ২৮ জন জিপিএ -৫ পেয়েছে। এমন ফলাফল অর্জন করায় মাদরাসা টি লালমনিরহাট জেলায় শীর্ষ স্হানে পৌছাঁয়েছে।
লালমনিরহাট শহরের উপকন্ঠে মনোরম পরিবেশে এবং রংপুর মহাসড়কের পাশে অবস্হিত। মুফতী গাজী মোঃ এবরাহীম ও এলাকাবাসীর বিশেষ উদ্যোগে ১৯৯৯ সালে স্হাপিত হয়। সেই থেকে মাদরাসাটি ফলাফলে সাফল্য বয়ে আনছে। বর্তমানে ১৫ শত জন ছাএ ও ছাত্রী রয়েছে। পাঠদানে অত্যন্তদক্ষ শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী বর্তমান রয়েছে ৬৬ জন। ফলাফলে কোন কোন সময় দেশ সেরা ও বিভাগীয় পর্যায়ে সেরা হয়ে আসছে। সুপার জানান, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত শিক্ষা মন্তনালয় কতৃক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরস্কার দিয়ে আসছে।
বৃহত্তর রংপুর বিভাগে মাদরাসা টি ব্যাপক সুনাম অর্জন করায়। বৃহত্তর রংপুরের ৮ জেলার অসংখ্যা শিক্ষার্থী অধ্যায়ন করছে। নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ এবং আবাসিকে থাকা ভালো খাবার পাওয়ায় ছাত্র ও ছাএীরা বেশ আরাম - আয়েশে পড়াশোনা করছে তারা। ইসলাম প্রচারে অনন্য অবদান বয়ে আনছে মাদরাসা টি ।
মাদরাসা টির বর্তমান ছাত্র ও ছাএীর সংখ্যা অনুযায়ী, শ্রেণি কক্ষ সংকট থাকায়। শ্রেনী কক্ষ সংকট নিরসনে ওই প্রতিষ্ঠানের সুপার ও মেনেজিং কমিটি এবং এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন