ডার্ক মোড
Friday, 19 April 2024
ePaper   
Logo
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন টেইলর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন টেইলর

ক্রীড়া প্রতিবেদক

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসরে যাচ্ছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। অবসরের খবর নিজের ইনস্টাগ্রাম আইডিতে নিজেই নিশ্চিত করেন টেইলর।

২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টেইলরের। ২০৪ ওয়ানডেতে ১১ সেঞ্চুরি নিয়ে রান করেছেন ৬৬৭৭। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড তার দখলেই। আয়ারল্যান্ডের সাথে আর মাত্র ১১০ রান তুলতে পারলেই অ্যান্ডি ফ্লাওয়ারের রেকর্ড ছাড়িয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন টেইলর। এছাড়াও ৩৪ টি টেস্ট খেলে ২৩২০ রান ও ৪৫ টি-টোয়েন্টি খেলে রান করেছেন ৯৩৪।

টেইলরকে জিম্বাবুয়ের সোনালি প্রজন্মের শেষ তারকা হিসেবে ধরা হয়। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে প্রায় দেড় যুগের লম্বা ক্যারিয়ারের ইতি টানার খবর দেন তিনি।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন