ডার্ক মোড
Monday, 06 May 2024
ePaper   
Logo
আদমদীঘিতে সার মজুদের দায়ে জরিমানা

আদমদীঘিতে সার মজুদের দায়ে জরিমানা

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের শিবপুর বাজারে মেসার্স আল মেসবাহ ট্রেডার্স নামক বালাইনাশক দোকানে পঁচাত্তর বস্তা সার অবৈধভাবে মজুদ রাখার দায়ে আজ বেলা একটার সময় ভ্রাম্যমাণ আদালতে পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্রাবণী রায়।জানা গেছে, আজ ৫ সেপ্টেম্বর রোজ সোমবার বেলা একটার সময় আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর বাজারের মেসার্স আল মেসবাহ ট্রেডার্স নামক বালাই নাশক দোকানে অবৈধভাবে মজুদ রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মিঠু চন্দ্র অধিকারীর উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্রাবণী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬-এর ১২(৩) মোতাবেক উক্ত দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তার দোকান তল্লাশি করে ৭৫ বস্তা সার উদ্ধার করা হয়েছে।

সিলগালা করা ডিএপি-৭৩ বস্তা ও এমওপি-২ বস্তা সার অতি দ্রুত আদমদীঘি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে সংশ্লিষ্ট গ্রামের কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদিঘী উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মিঠু চন্দ্র অধিকারী বলেন, সারের লাইসেন্স না থাকলেও লাইসেন্স বিহীন বা বালাই নাশকের লাইসেন্স ধারী সার ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসাবে আজ এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন