ডার্ক মোড
Friday, 03 May 2024
ePaper   
Logo
আদমদীঘিতে ফসলি জমি নষ্ট করায় জরিমানা

আদমদীঘিতে ফসলি জমি নষ্ট করায় জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কোমার পুর গ্রামে আবাদী জমি নষ্ট করে পুকুর খনন করার অপরাধে হৃদয় নামের এক এক্সকেভেটর চালকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এক্সকেভেটর চালক হৃদয় হোসেন (২২) পাবনা জেলার আমিন পুর গ্রামে আব্দুর রহিমের ছেলে।

আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব টুকটুক তালুকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করার সময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের মনছুর আলীর ছেলে সাবেক ইউপি সদস্য ও আ'লীগ নেতা নুর মোহাম্মাদ তার আবাদী জমি নষ্ট করে এক্সকেভেটর এর মাধ্যমে অবৈধ ভাবে পুকুর খনন করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার এবং অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা তাঁদের সঙ্গীয় ফোর্সসহ কোমার পুর গ্রামে অভিযান চালিয়ে এক্সকেভেটর চালক হৃদয়ের ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জমির মালিক নুর মোহাম্মাদ পালিয়ে যায়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন